আনকাট ছাড়পত্র পেল ‘প্রিয়তমা’

টিবিএন ডেস্ক

জুন ২১ ২০২৩, ২৩:৪০

ঈদে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’ সিনেমা। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’ সিনেমা। ছবি: সংগৃহীত

  • 0

বাংলাদেশে ঈদে সিনেমা মুক্তির সংখ্যা বেড়েছে। এ প্রতিযোগিতায় বরাবরই আলোচনার শীর্ষে থাকেন শাকিব খান। এর ধারাবাহিকতা থাকছে আসন্ন ঈদুল আজহাতেও।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’।

এরইমধ্যে ঢালিউড কিং এর ফার্স্টলুক প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।

তবে এতদিন পর্যন্ত সেন্সরবোর্ডের কাছে জমা ছিল ‘প্রিয়তমা’। অবশেষে আনকাট ছাড়পত্র পেল সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

‘প্রিয়তমা’র ফার্স্টলুক প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই শাকিবের প্রশংসায় মেতে উঠে।

সেই সারিতে ছিলেন তার সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...