ফোন হ্যাকিং মামলায় সাক্ষ্য দিতে হাইকোর্টে হ্যারি

টিবিএন ডেস্ক

জুন ৬ ২০২৩, ১৬:০৬

একটি কালো এসইউভিতে চড়ে লন্ডনের হাইকোর্টে পৌঁছান প্রিন্স হ্যারি। ছবি: লা প্রেস

একটি কালো এসইউভিতে চড়ে লন্ডনের হাইকোর্টে পৌঁছান প্রিন্স হ্যারি। ছবি: লা প্রেস

  • 0

ব্রিটিশ এক ট্যাবলয়েড প্রকাশকের বিরুদ্ধে ফোন হ্যাকিং মামলার সাক্ষ্য দিতে লন্ডনের হাই-কোর্টে পৌঁছেছেন বৃটেইনের কিং চার্লস দ্য থার্ড-এর ছেলে প্রিন্স হ্যারি।

‘দ্য ডেইলি মিরর’ ট্যাবলয়েড পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে ফোন হ্যাকিংসহ বেআইনিভাবে নজরদারির অভিযোগ তোলেন হ্যারি। ওই পত্রিকায় প্রকাশ হওয়া খবর হ্যারি ও তার পরিবারের জন্য মানহানিকর অভিযোগ তুলে এ মামলা করেন তিনি।

বেশ কয়েকটি মামলার মধ্যে বিচার হতে যাওয়া এটিই প্রথম। ৩৮ বছর বয়সী হ্যারি প্রথম কোনো ব্রিটিশ রাজকীয় ব্যক্তিত্ব যিনি ঊনিশ শতকের পর এই প্রথম আদালতের উইটনেস বক্সে প্রবেশ করবেন। তাকে জেরা করবেন মিরর গ্রুপ নিউজপেপার পক্ষের এক আইনজীবী।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...