সাকিব নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় মনট্রিলের

টিবিএন ডেস্ক

জুলাই ২৪ ২০২৩, ১০:৪৪

সাকিব নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় পেয়েছে মনট্রিল টাইগার্স। কার্টেসি ফটো

সাকিব নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় পেয়েছে মনট্রিল টাইগার্স। কার্টেসি ফটো

  • 0

ক্যানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে মনট্রিল টাইগার্স। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে মিসিসাগা প্যান্থার্সকে রোববার ৭ উইকেটে হারায় দলটি।

ক্যানাডার ব্রামটনে টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে মনট্রিল। প্রতিপক্ষের বোলিং নৈপুণ্যে বড় স্কোর করতে পারেনি মিসিসাগা প্যান্থার্স। ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রানের সংগ্রহ হয় তাদের। টিমের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ক্যানাডার নবনিত ধালিওয়াল।

মনট্রিলের ক্যানাডিয়ান পেসার কলিম সানা ৮ রানে নেন ৩ উইকেট। ৪ ওভারে ২৮ রানে ১ উইকেট নেন সাকিব। ইনিংসের নবম ওভারে পাকিস্তানের আজম খানকে ২৬ রানে লেগ বিফোর আউট করেন সাকিব।
১৪১ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মনট্রিল।

এরপর উইকেটে এসে অধিনায়ক অস্ট্রেলিয়ার ক্রিস লিনকে নিয়ে দ্রুত রান তোলেন সাকিব। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৬০ রান করেন সাকিব ও লিন। এরমধ্যে সাকিবের অবদান ২৪ বলে ৫টি চার ও ২টি ছক্কা মেরে ৩৬ রান।

নবম ওভারে দলীয় ৭২ রানে সাকিব ফিরলেও মনট্রিলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লিন। ৪৫ বলে অপরাজিত ৬৪ রান করেন লিন। ম্যাচ সেরা হন মনট্রিলের সানা।

এবারের আসরে নিজের প্রথম ম্যাচে সারে জাগুয়ার্সের বিপক্ষে বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান করেছিলেন সাকিব।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...