অ্যামেরিকায় মুক্তি পেল আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’

টিবিএন ডেস্ক

এপ্রিল ১ ২০২৩, ১৬:৫৬

অ্যামেরিকায় মুক্তি পেল আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’
  • 0

বাংলাদেশের আলোচিত মুভি ‘মিশন এক্সট্রিম টু: ব্ল্যাক ওয়ার’ ৩১ মার্চ অ্যামেরিকার বেশ কয়েকটি শহরে মুক্তি পেয়েছে। ঈদ উপলক্ষে মাসব্যাপী মুভিটি এখানে প্রদর্শিত হবে।

আরিফিন শুভ অভিনীত ছবিটি অ্যামেরিকায় মুক্তি দেয়ার পেছনে কাজ করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস।

মুভির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার জানান, অ্যামেরিকার কয়েকটি শহরে ৩১ মার্চ চলচ্চিত্রটি মুক্তির পর ঈদ উপলক্ষে আগামীতে সব গুরুত্বপূর্ণ শহরে এটি দেখার সুযোগ পাবেন দর্শকেরা। একই ডিস্ট্রিবিউটর ক্যানাডা ও মিডল ইস্টেও এটি মুক্তির সব প্রস্তুতি নিয়েছে।  

ডিস্ট্রিবিউশন এজেন্সির দুই কর্ণধারের একজন নওশাবা রুবনা রশীদ বলেন, ‘অ্যামেরিকা-ক্যানাডার দর্শকদের উপযোগী সিনেমা বেছে নিয়ে এসে আমরা মুক্তি দিয়ে থাকি। এ জন্য আমাদের প্রতি এ অঞ্চলের দর্শকদের আস্থা ক্রমাগত বাড়ছে। থিয়েটারে দর্শক সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’-এর দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছরের ১৩ জানুয়ারি মুভিটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়।

‘ব্ল্যাকওয়ার’-এ আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...