পাকিস্তানি সেনাদের সঙ্গে তালেবানের বন্দুকযুদ্ধ, নিহত ৪
টিবিএন ডেস্ক
জুন ৪ ২০২৩, ২০:৪২
পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তালেবানের বন্দুকযুদ্ধে দুই সেনা ও দুই তালেবান সদস্য নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
0
পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তালেবানের বন্দুকযুদ্ধে দুই সেনা ও দুই তালেবান সদস্য নিহত হয়েছেন।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, শনিবার সন্ধ্যায় প্রদেশের বান্নু জেলার জানিখেল এলাকায় তালেবান সদস্যরা একটি নিরাপত্তা তল্লাশিকেন্দ্র লক্ষ করে গুলি চালায়। জবাবে সেনারা পাল্টা গুলি চালালে দুপক্ষের বন্দুকযুদ্ধ বাঁধে। এ হামলায় জড়িত তালেবানদের খোঁজে বিশেষ অভিযান চলছে।
হামলার দায় স্বীকার করে তেহরিক-ই‑তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মোহাম্মদ খোরাসানি এক বিবৃতিতে বলেন, তাদের গোষ্ঠীটি পাকিস্তানি তালেবানের অঙ্গসংগঠন হাফিজ গুল বাহাদুর গ্রুপের সঙ্গে মিলে ‘যৌথ হামলা’ চালিয়েছে।
পাকিস্তানি তালেবান আলাদা গোষ্ঠী হলেও তারা আফগানিস্তানের তালেবানের সঙ্গে জোটবদ্ধ। গত বছরের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর থেকে দেশজুড়ে আক্রমণ বাড়িয়ে দিয়েছে এই গোষ্ঠী।