হোয়াইট হাউযের কাছে নিরাপত্তা বেষ্টনিতে বক্স ট্রাকের ধাক্কার ঘটনায় চালককে গ্রেফতার হয়েছে। ঘটনাস্থল থেকে সোমবার রাতে তাকে গ্রেফতারের পর একটি নাৎসি পতাকা জব্দের দাবি করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, হোয়াইট হাউযের কাছে লাফায়েট স্কোয়ারের উত্তর দিকে সোমবার আনুমানিক রাত ১০টার দিকে ইউ-হল ট্রাক দুর্ঘটনাটি ঘটে।
অ্যামেরিকান পার্ক পুলিশ জানিয়েছে, গ্রেফতার সন্দেহভাজন ট্রাকচালক হলেন ১৯ বছরের সাই ভারসিত ক্যানডুলা। তার বাড়ি মিযৌরির চেস্টারফল্ডে।
পুলিশ জানায়, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া, বেপরোয়া গাড়ি চালনা, ফেডারেল সম্পদ নষ্টসহ পাঁচটি অভিযোগে মামলা হয়েছে।
সিক্রেট পুলিশ সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েমি এক বিবৃতিতে বলেন, ‘এ ঘটনায় সিক্রেট সার্ভিস বা হোয়াইট হাউযের কোনো কর্মী আহত হননি।’
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা বেষ্টনিতে ট্রাক নিয়ে আঘাত করেছেন।