বোস্টনে বাড়ির ভেতরে ৩ মরদেহ

টিবিএন ডেস্ক

জুন ২৬ ২০২৩, ২২:৩৩

হামলাকারী জোরপূর্বক বাড়ির ভেতরে ঢুকে বৃদ্ধদের ছুরিকাঘাতে হত্যা করে। ছবি: সংগৃহীত

হামলাকারী জোরপূর্বক বাড়ির ভেতরে ঢুকে বৃদ্ধদের ছুরিকাঘাতে হত্যা করে। ছবি: সংগৃহীত

  • 0

ম্যাসাচুসেটস নিউটনের ব্রডওয়ে স্ট্রিটের এক বাড়ির ভেতর থেকে রোববার সকালে তিন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিডলসেক্স ড্রিস্টিক্ট অ্যাটর্নি মারিয়াকন রায়ান বলেন, হামলাকারী জোর করে বাড়ির ভেতরে ঢুকে বৃদ্ধদের ছুরিকাঘাতে হত্যা করে। জোরপূর্বক প্রবেশের আলামতও রয়েছে।

এক ব্যক্তি রোববার সকাল সোয়া ১০টার দিকে ৯৯১ এ কল করে খুনের ঘটনা জানান।

নিহতদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে তাদের মধ্যে এক দম্পতি ছিলেন। তারা সপ্তাহান্তে তাদের ৫০তম বিয়েবার্ষিকী উদযাপন করেছেন।

এদিকে রোববার ভোরে ঘটনাস্থল থেকে প্রায় দেড় মাইল দূরে আরও একটি বাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে। ঘটনা দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে নোনান্টাম ও নিউটনভিল এলাকার বাড়িগুলোর সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

নিউটন পুলিশের মুখপাত্র জন কারমাইকেল জানান, এলাকার নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবাইকে দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...