বিলবোর্ড টপ চার্টে ১১ অ্যালবাম, ইতিহাস গড়লেন টেইলর সুইফট

টিবিএন ডেস্ক

জুলাই ১৮ ২০২৩, ২৩:০০

বিলবোর্ডে প্রথম নারী শিল্পী হিসেবে রেকর্ড সংখ্যক অ্যালবামের দখল টেইলর সুইফটের। ছবি: সংগৃহীত

বিলবোর্ডে প্রথম নারী শিল্পী হিসেবে রেকর্ড সংখ্যক অ্যালবামের দখল টেইলর সুইফটের। ছবি: সংগৃহীত

  • 0

একের পর এক রেকর্ড গড়ে চলেছেন অ্যামেরিকান পপ সঙ্গীত শিল্পী ও গীতিকার টেইলর সুইফট। বিলবোর্ডের তথ্য অনুসারে, কোনো নারী শিল্পীর সর্বাধিক নাম্বার ওয়ান অ্যালবামের রেকর্ড এখন সুইফটের দখলে।

টেইলর সুইফটের ‘স্পিক নাউ (টেইলর’স ভার্সন)’ অ্যালবাম বিলবোর্ড টপ চার্টে নাম্বার ওয়ান র‍্যাঙ্ক অর্জন করেছে। আর এর মাধ্যমে নিজের ১২তম অ্যালবাম নাম্বার ওয়ানে স্থান করে নিয়েছেন এই পপ সঙ্গীতশিল্পী।

এর আগে বারবা স্ট্রিস্যান্ডের সঙ্গে ১১টি নাম্বার ওয়ান অ্যালবাম নিয়ে টেইলর যৌথ অবস্থানে ছিলেন। সাবেক এই রেকর্ডধারীকে টপকে এবার শীর্ষস্থান দখলে নিলেন সুইফট।

তবে এখানেই থেমে নেই তার রেকর্ড। সুইফট ৬০ বছরের মধ্যে প্রথম জীবিত শিল্পী যিনি চারটি সমসাময়িক অ্যালবামসহ টপ টেনের শীর্ষে রয়েছেন। একইসঙ্গে বিলবোর্ড টু হান্ড্রেড চার্টে ১১টি অ্যালবাম থাকা প্রথম নারী শিল্পী তিনি।

টেইলরের ‘নাথিং নিউ (টেইলর’স ভার্শন)’ অ্যালবামের ‘লর্ড হোয়াট উইল বিকাম অফ মি/ ওয়ান্স আই হ্যাভ লস্ট মাই নোভেল্টি?’ গানে তার কাজ নিয়ে উদ্বেগকে উড়িয়ে দিচ্ছেন ভক্ত অনুরাগীরা।

নিজের কট্টর সমালোচকদের বিমূঢ় করে দিয়ে দর্শক শ্রোতা ভরপুর স্টেডিয়াম মাতিয়ে ‘ইরাস ট্যুর’ চালিয়ে যাচ্ছেন সুইফট।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...