ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ইউসুফ

টিবিএন ডেস্ক

জুন ১০ ২০২৩, ১০:৫৫

মোহাম্মদ ইউসুফ। ছবি: সংগৃহীত

মোহাম্মদ ইউসুফ। ছবি: সংগৃহীত

  • 0

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিজ দেশের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ।

ব্যাটিং-বোলিং বিভাগে গভীরতা ও ধারাবাহিক পারফরমেন্সে পাকিস্তানের ট্রফি জয়ের ভালো সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

লাহোরে সাংবাদিকদের ইউসুফ বলেন, ‘সাদা বলের ক্রিকেটে আমাদের কম্বিনেশন খুবই ভালো। আইসিসি ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিং তালিকায় শীর্ষ ১০এর মধ্যে আমাদের আছে তিন জন। ইমাদ ওয়াসিম ফিরে এসেছে। শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ খুবই ভালো। আমাদের তিন জন শীর্ষ পর্যায়ের অলরাউন্ডার আছে, যারা দারুণ ফিল্ডিংও পারে। আমি মনে করি, বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা রয়েছে আমাদের।’

দলের ছয় পেসার পাকিস্তানের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৮১ ম্যাচে ১৭ হাজারের বেশি রান করা ইউসুফ।

তিনি বলেন, ‘পেস বোলিংয়ে শাহিন শাহ (আফ্রিদি), নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম (জুনিয়র) আছে। এছাড়াও ইহসানউল্লাহ ও জামান খানের মতো নতুন পেসার আছে। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অনেক বিকল্প আছে।’

আগামী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখনও অনিশ্চিত। কারন এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের মাটিতে খেলতে নারাজ ভারতীয় দল। এজন্য ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানও।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...