‘হাঙরের সঙ্গে লড়ে’ ফিরলেন ফ্লোরিডার কিশোরী

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৩, ২১:০০

হাঙরের সঙ্গে লড়ে ফিরে আসার দাবি করা কিশোরী (ডানে) ও তার মা। ছবি: এবিসি নিউয

হাঙরের সঙ্গে লড়ে ফিরে আসার দাবি করা কিশোরী (ডানে) ও তার মা। ছবি: এবিসি নিউয

  • 0

সাউথ ফ্লোরিডার একটি বিচে হাঙরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন বলে দাবি করেছেন এক কিশোরী। বন্ধুদের সঙ্গে বৃহস্পতিবার সাউথ ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের নর্থ জেটি বিচে ঘুরতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

১৩ বছরের মেয়েটির নাম এলা রিড। স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি হাঙ্গরকে পরাস্ত করার গল্প শুনিয়েছেন

এলা জানান, সামারের ছুটির প্রথম দিনে বন্ধুর সঙ্গে ফোর্ট পিয়ার্সের নর্থ জেটিতে গিয়ে পানিতে নামেন। হঠাৎ টের পান হাঙরের কামড়।

তিনি জানান, হাঙরটির ৫ থেকে ৬ ফুট লম্বা ছিল। সেটি তার পেটে কামড় বসায়। আত্মরক্ষায় তিনি হাঙরটিকে এলোপাতারি ঘুষি মারতে থাকেন। এতে প্রথমে পিছু হটলেও ফের হামলা আক্রমণ করে হাঙরটি; ক্ষতিগ্রস্ত হয় এলার হাত, আঙ্গুল, পেট ও হাটুর উপরের অংশ।

এলার মা ডেইভিন রিড জানান, হাঙরের আক্রমণে তার মেয়ের মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তার ক্ষতস্থানগুলোতে ১৯টি সেলাই দেয়া হয়।

ফ্লোরিডা অ্যাটলান্টিক ইউনিভার্সিটির বায়োলজিক্যাল সায়েন্সের প্রফেসর স্টিফেন কাজিউরা অবশ্য ঘটনাটিকে কিছুটা অস্বাভাবিক বলেছেন।

তিনি জানান, হাঙর সাধারণত অগভীর পানিতে আসে না। এছাড়া এলার কাছে থেকে একবার আঘাত পেয়ে আবারও আক্রমণের জন্য ফিরে আসাটাও স্বাভাবিক নয়।

তবে পানিতে এরকম আক্রমণের শিকার হলে ভয় না পেয়ে পাল্টা হামলা করার পরামর্শ দিয়েছেন তিনি।


0 মন্তব্য

মন্তব্য করুন