২০২৩ বিশ্বকাপের সূচি ঘোষণা

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৩, ১৬:৩৪

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ছবি: সংগৃহীত

  • 0

বিশ্বকাপের একশ দিনের কাউন্ট-ডাউন শুরু। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আয়োজক ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার মুম্বাইয়ের সেন্ট রেজিস হোটেলে সূচি ঘোষণা করা হয়। ইতোমধ্যে ৮টি দল নিশ্চিত হয়ে গেছে। বাকি দুটি টিম চূড়ান্ত হবে শ্রীলংকা, ওমান, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বাছাই পর্বের সুপার সিক্স শেষে। শীর্ষ দুটি দল পাবে বিশ্বকাপ খেলার টিকিট।

৪৬ দিনের এই মেগা ইভেন্ট হবে ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে রানার্সআপ নিউজিল্যান্ডের। স্বাগতিক ভারত ৮ অক্টোবর চেন্নাইয়ে প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৫ অক্টোবর আহমেদাবাদে হবে ভারত-পাকিস্তানের লড়াই।

২০২৩ বিশ্বকাপের সূচি। ছবি: আইসিসি

৭ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ধর্মশালায়; প্রতিপক্ষ আফগানিস্তান। একই ভেন্যুতে ১০ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। চার দিন পর ১৪ অক্টোবর চেন্নাইয়ে তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ ১৯ অক্টোবর পুনেতে। সাউথ আফ্রিকার বিপক্ষে ২৪ অক্টোবর। কোয়ালিফায়ারের এক নম্বর দলের সঙ্গে তারা খেলবে ২৮ অক্টোবর। পাকিস্তানের সঙ্গে ম্যাচ ৩১ অক্টোবর। দুই নম্বর কোয়ালিফায়ার দলের সঙ্গে ৬ নভেম্বর বাংলাদেশের আরেকটি ম্যাচ। তাদের শেষ ম্যাচ ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে। ওই দিনই ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

১০টি টিম প্রত্যেকে একে অন্যের সঙ্গে লড়বে রাউন্ড রবিন ফরম্যাটে। শীর্ষ চারটি দল নিয়ে সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ নভেম্বর, ভেন্যু মুম্বাই ও কলকাতা। ফাইনাল ১৯ নভেম্বর আহমেদাবাদে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...