ভারমন্টের এনোসবার্গে একটি কমার্শিয়াল ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে ফ্রাঙ্কলিন কাউন্টির একজন নিহত হয়েছেন।
ভারমন্ট ডিপার্টমেন্ট অফ মোটর ভিয়েকলসের বরাতে ডব্লিউপিটিযি জানায়, নিহত ব্যক্তির নাম অ্যান্থনি হান্ট, তার বয়স ৫১ বছর।
তিনি সোমবার সকাল ৭:৫২-এর দিকে ওয়াটার টাওয়ার রোডের পাশের ভারমন্ট রুট ওয়ানজিরোফাইভ-এ জিপ চালাচ্ছিলেন। সেন্টার লাইন অতিক্রমের সময় একটি ট্যাঙ্ক ট্রাক সামনে চলে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই হান্টকে মৃত ঘোষণা করা হয়।
ট্যাঙ্ক ট্রাকের চালক মন্টগোমেরির ৭১ বছর বয়সী গ্যারি টেট্রল্ট। দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ভারমন্ট স্টেইট পুলিশ ও ভারমন্ট ডিএমভির সদস্যদের তদন্তের জন্য ঘটনাস্থলের রাস্তাটি পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।
দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী থাকলে ডিএমভি পরিদর্শকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।