ভারতে মুসলিম তরুণকে পিটিয়ে হত্যায় ১০ জনের কারাদণ্ড

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ২৩:০৪

নিহত তাবরেজ আনসারি। ছবি: সংগৃহীত

নিহত তাবরেজ আনসারি। ছবি: সংগৃহীত

  • 0

ভারতে মুসলিম তরুণকে পিটিয়ে হত্যার দায়ে ১০ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ট্রায়াল কোর্টের বিচারক অমিত শেখর গত সপ্তাহে এই রায় দেন। তিনি ২৯৯ ধারায় সাজা ঘোষণা করেন। ধারা অনুযায়ী, আসামিদের হত্যাকাণ্ডে নয়, অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ভারতের ঝাড়খন্ড রাজ্যে ২০১৯ সালের ১৯ জুন ঘটনাটি ঘটে। এদিন মোটরসাইকেল চুরির অভিযোগে ২৪ বছর বয়সী তাবরেজ আনসারিকে রাতভর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আনসারির মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি বার বার চিৎকার করছিলেন। হামলাকারীরা তাকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করছিলেন।

তাকে পরদিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এর দুই দিন পর ২২ জুন অসুস্থ হয়ে পড়লে আনসারিকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত আঘাতের কারণে তিনি মারা যান।

আনসারির পরিবারের অভিযোগ ছিল, সে সময় তাকে দেখতে দেয়া হয়নি। গুরুতর আহত অবস্থায় পাওয়ার পরও তাকে হাসপাতালে নেয়নি পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে আমলে নেয়নি। পরে একটি সম্পূরক চার্জশিটে সব আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।

ভারতের বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী আনসারি হত্যাকে ‘মানবতার কলঙ্ক’ হিসেবে বর্ণনা করেছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে গরুর মাংস খেয়েছেন বা খাওয়ার চেষ্টা করছেন- এমন গুজবের জেরে মুসলিমদের ওপর হামলা হয়েছে।

সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারের অধীনে ২০১৪ সাল থেকে মুসলিম-বিরোধী সহিংসতা বেড়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...