ইউরোপ ও ব্রাযিলে চালু হচ্ছে গুগলের বার্ড

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ২৩:১২

ইউরোপ ও ব্রাযিলে চালু হচ্ছে চ্যাটবট বার্ড। ছবি: সংগৃহীত

ইউরোপ ও ব্রাযিলে চালু হচ্ছে চ্যাটবট বার্ড। ছবি: সংগৃহীত

  • 0

ইউরোপ ও ব্রাযিলে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট বার্ড চালুর ঘোষণা দিয়েছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট।

মাইক্রোসফটের চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা গুগলের বার্ড গত মার্চে অ্যামেরিকা ও বৃটেইনে উন্মুক্ত করা হয়। ইউরোপে বার্ড চালু করার মাধ্যমে চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আরও উত্তাপ ছড়াবে এআই চ্যাটবটটি।

বার্ড ও চ্যাটজিপিটি উভয়েই মানুষের মতো প্রশ্নের উত্তর দিতে সক্ষম এএই পরিচালিত চ্যাটবট।

এর আগে ব্লকের প্রধান ডেটা নিয়ন্ত্রক বার্ডের বিরুদ্ধে গোপনীয়তা উদ্বেগ প্রকাশ করায় ইইউতে এটির লঞ্চ স্থগিত করা হয়েছিল।

আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন বলেছে, টেক জায়ান্ট অ্যালফাবেট ইইউতে বার্ড লঞ্চের অনুমোদন পাওয়ার জন্য সেটির এআই ট্যুল কীভাবে ইউরোপীয়দের গোপনীয়তা রক্ষা করবে সে সম্পর্কে যথেষ্ট তথ্য দিতে সক্ষম হয়নি।

বার্ডের স্বচ্ছতা, পছন্দ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়ে ইইউকে আশ্বস্ত করতে ওয়াচডগদের সঙ্গে দেখা করেছে গুগল কর্তৃপক্ষ।

বার্ডের ইঞ্জিনিয়ারিং ভাইস প্রেসিডেন্ট অমর সুব্রামান্য সাংবাদিকদের বলেছেন, বার্ডের ইউজাররা চাইলে তাদের ডেটা সংগ্রহ করা থেকে অপ্ট আউট করতে পারেন।

বার্ডকে মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে প্রকাশের কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে সুব্রামান্য বলেন, ‘বার্ড একটি পরীক্ষা। আমরা আরও সাহসী ও দায়িত্বশীল হতে চাই।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...