সাউদার্ন ইন্ডিয়ানার এক হাসপাতালে সোমবার ভোরে গুলিতে এক পুলিশ অফিসার ও স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্টেইট পুলিশ জানায়, পেরি কাউন্টি মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। এতে টেল সিটি পুলিশের সার্জেন্ট হেদার গ্লেন ও ৩৪ বছর বয়সী স্থানীয় ব্যক্তি শন হুবার্ট প্রাণ হারান।
ইন্ডিয়ানা স্টেইট পুলিশের সার্জেন্ট জন ডেভিস জানিয়েছেন, সার্জেন্ট গ্লেন ও হুবার্ট বিবাদে জড়িয়ে পরেন। এক পর্যায়ে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে দুজনেই প্রাণ হারান।
তদন্তের স্বার্থে আর কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। দুজনেই গুলি চালিয়েছেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সার্জেন্ট গ্লেন ২০ বছর ধরে টেল সিটি পুলিশ ও পেরি কাউন্টি শেরিফ অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ প্রধান ডেরিল লাওয়ারিন বলেন, ‘আমাদের পুলিশ বিভাগ এক বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা আমাদের প্রিয় সহকর্মী ও বন্ধুকে হারিয়েছি।’
লাওয়ারিন হুবার্টের পরিবারের জন্যও প্রার্থনা করেন তিনি।