ক্যালিফোর্নিয়ায় নদী থেকে শিশুসহ দুজন উদ্ধার, নিখোঁজ ১

টিবিএন ডেস্ক

এপ্রিল ৩০ ২০২৩, ২০:০৬

ভেলা ব্যবহার করে মাঝনদীর পাথরের ওপর থেকে দুজনকে উদ্ধার করা হয়। ছবি: টুল্যারে কাউন্টি শেরিফ অফিস

ভেলা ব্যবহার করে মাঝনদীর পাথরের ওপর থেকে দুজনকে উদ্ধার করা হয়। ছবি: টুল্যারে কাউন্টি শেরিফ অফিস

  • 0

ক্যালিফোর্নিয়ার টুল্যারে কাউন্টির কাওয়েহ নদী থেকে শুক্রবার রাতে এক পুরুষ ও একটি শিশুকে উদ্ধার করা হয়েছে।

তবে নিখোঁজ রয়েছেন একজন।

টুল্যারে কাউন্টি শেরিফ অফিস এক ফেসবুক পোস্টে জানায়, নেভাল এয়ার স্টেশন লেমুর বেয এবং টুল্যারে কাউন্টি ফায়ারের উদ্ধারকর্মীরা মাঝ নদীর একটি পাথরের ওপর থেকে এক পুরুষ এবং সাত বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেন।

সেকোয়া ন্যাশনাল পার্কের কাছে থ্রি রিভারস শহরে স্লিক রক রিক্রিয়েশন অঞ্চল থেকে তাদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ছবি: টুল্যারে কাউন্টি শেরিফ অফিস

শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজ এক জনের সন্ধান করছেন। তাদের ধারণা, নিখোঁজ ব্যক্তি পানি থেকে উঠে আসতে পারেননি। 

কাওয়েহ নদী সিয়েরা নেভাদা পর্বতমালা থেকে প্রবাহিত। শীতকালে নদীটিতে তুষার গলে যাওয়ায় বন্যার উদ্বেগ তৈরি হয়েছে।

টুল্যারে কাউন্টি শেরিফ অফিস শনিবার এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে তুষার গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দয়া করে আমাদের লেইক, স্রোত এবং নদী থেকে পানি সরাবেন না। এটি অত্যন্ত বিপজ্জনক।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...