কাতার থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

টিবিএন ডেস্ক

মে ২৪ ২০২৩, ১৭:৪৫

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

  • 0

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার থেকে বেশি পরিমাণে জ্বালানি সংগ্রহের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নতুন চুক্তি সইয়ের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন।

দোহায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান। 

এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করে কাতার।

দোহায় র‍্যাফেলস টাওয়ারের মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন তারা (কাতার) বাংলাদেশের সত্যিকারের বন্ধু এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়।

কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশে স্থিতিশীলতা আনার জন্য শেখ হাসিনার প্রশংসা করেন।

শেখ হাসিনা কাতারের প্রধানমন্ত্রীকে বলেন, ‘বাংলাদেশ কাতার থেকে বিপুল পরিমাণ জ্বালানি কেনে। আমরা চাই আপনি এক্ষেত্রে আমাদের সহায়তা করুন।’

জবাবে মোহাম্মদ বিন আবদুল রহমান বলেন, কাতার বাংলাদেশের জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

ফিফা বিশ্বকাপ-২০২৩ এর পর কাতারে বাংলাদেশি শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি শ্রমিকরা তাদের সম্পদ ও বন্ধু। কাতার তাদের দেশে এর যতটা সম্ভব রাখবে।

পরে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের বিষয়ে নতুন করে চুক্তি সইয়ের বিষয়টি আলোচিত হয়।

প্রেস ব্রিফিংয়ে মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার থেকে বেশি পরিমাণে জ্বালানি সংগ্রহের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নতুন চুক্তি সইয়ের আহ্বান জানিয়েছেন।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...