সমকামিতা নিয়ে এক নারী ফুটবলারকে তাদের প্রতিবেদকের ‘অনুপযোগী’ প্রশ্নএর জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। জার্মানির বিপক্ষে মরক্কোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সোমবার এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদক মরক্কোর অধিনায়ক গিলাইন চেব্বাককে জিজ্ঞেস করেন, ‘মরক্কোতে সমকামি সম্পর্ক বেআইনি। আপনার দলে কি কোনো সমকামী খেলোয়াড় আছেন এবং মরক্কোতে তাদের জীবনযাপন কেমন।’
সংবাদ সম্মেলনের সঞ্চালক বিবিসির প্রতিবেদককে বাধা দিয়ে বলেন, ‘এটি প্রাসঙ্গিক প্রশ্ন নয়। রাজনৈতিক প্রশ্ন। আমরা ফুটবল নিয়েই থাকতে চাই।’
ওই প্রতিবেদক এতে না থেমে বলেন, ‘না, এটা রাজনৈতিক নয়। এটা মানুষের কথা। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। দয়া করে তাকে প্রশ্নের উত্তর দিতে দিন।’
মরক্কোর অধিনায়ক এ প্রশ্নের কোনো জবাব দেননি। সিএনএনকে বিবিসির একজন মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, ‘প্রশ্নটি ঠিক ছিল না, এটা আমরা স্বীকার করছি। আমাদের কারও ক্ষতি করার বা খারাপ উদ্দেশ্য ছিল না।’
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, মরক্কোতে সমকামি সম্পর্ক অপরাধ। এ জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।