গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা, সন্দেহভাজন গ্রেফতার

টিবিএন ডেস্ক

জুন ৩ ২০২৩, ১৮:০৬

সন্দেহভাজন হত্যাকারী টিমোথি কেনেডি। ছবি: সংগৃহীত

সন্দেহভাজন হত্যাকারী টিমোথি কেনেডি। ছবি: সংগৃহীত

  • 0

ওয়েস্ট ভার্জিনিয়ার মিঙ্গো কাউন্টিতে কোরি মেনার্ড নামে স্টেইট পুলিশের এক সার্জেন্টকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হত্যাকারী টিমোথি কেনেডিকে গ্রেফতার করেছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানায়, মিঙ্গো কাউন্টির বিচ ক্রিক এলাকায় শুক্রবার বন্দুকযুদ্ধ চালিয়ে কর্মকর্তারা ২৯ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেফতার করেন।

এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুটিং সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

নিউজ আউটলেটগুলো জানিয়েছে, অনুসন্ধানের সময় ওই অঞ্চলের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছিল। মিঙ্গো সেন্ট্রাল হাই স্কুলে শুক্রবার রাতের গ্রাজুয়েশন সেরেমনি স্থগিত করা হয়েছিল।

এক বিবৃতিতে শুক্রবার ওয়েস্ট ভার্জিনিয়া গভর্নর জিম জাস্টিস নিহত পুলিশ সার্জেন্ট কোরি মেনার্ডের মৃত্যুকে ‘হৃদয়বিদারক’ বলেছেন। তিনি ও ফার্স্ট লেডি ক্যাথি জাস্টিস মেনার্ডের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

জাস্টিস বলেন, ‘আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকর্তারা যারা আমাদের সুরক্ষিত রাখতে প্রতিদিন নিজেদের জীবন উৎসর্গ করেন তারা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।’

এর আগে এপ্রিল ২০১৩ সালে একই কাউন্টিতে শেরিফ ইউজিন ক্রামকে উইলিয়ামসনের একটি জায়গায় গুলি করে হত্যা করা হয়েছিল।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...