বার্মিংহামে বারের বাইরে বন্দুকযুদ্ধে আহত ৪

টিবিএন ডেস্ক

মে ২১ ২০২৩, ২০:১০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

অ্যালাবামার বার্মিংহামে রোববার ভোরে একটি বারের বাইরে বন্দুকযুদ্ধে চার জন গুলিবিদ্ধ হয়েছেন।

বার্মিংহাম পুলিশ লেফটেন্যান্ট রন হারলেসের বরাতে এএলডটকম জানায়, শহরের লেকভিউ ডিস্ট্রিক্টের টিন রুফের বাইরে তিন জন পুরুষ ও এক নারীকে গুলি করা হয়। রাত ১২টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক পুরুষ ও এক নারীকে উদ্ধার করে পুলিশ ও বার্মিংহাম ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। 

ঘটনাস্থল থেকে পালিয়ে যায় একটি এসইউভি। কাছাকাছি একটি স্ট্রিট থেকে সেই গাড়িটিকে আটক করা হয়। দুজন গুরুতর আহত ব্যক্তি ওই গাড়িতে ছিলেন। 

চারজন গুলিবিদ্ধকে ইউএবি হসপিটালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। 


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...