এনবিএর ফাইনাল ম্যাচ শেষে আয়োজনস্থলের বাইরে এই এলাকায় গুলির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
0
ডেনভারে এনবিএর ফাইনাল ম্যাচের আয়োজনস্থলের বাইরে অস্ত্রধারীর গুলিতে নয় জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজন অস্ত্রধারীকে পুলিশ হেফাজতে নিয়েছে।
ডেনভারের মার্কেট স্ট্রিটের টু থাউযেন্ড ব্লকের বল অ্যারেনার বাইরে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফাইনাল ম্যাচ শেষে বেশিরভাগ দর্শক চলে যাওয়ার পর সেখানে কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে দুই পক্ষ গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে।
সন্দেহভাজন একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হেফাজতে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে।
বিবৃতিতে ডেনভার পুলিশ বলে, ‘ঘটনার তদন্ত কিছুটা জটিল, একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে কয়েকজনের মধ্যে তর্কাতর্কির পর কয়েক দফা গুলি চালানো হয়েছে।’