কেন্টাকিতে সেনাবাহিনীর ২ হেলিকপ্টার বিধ্বস্ত: প্রাণহানির শঙ্কা

টিবিএন ডেস্ক

মার্চ ৩০ ২০২৩, ১৭:১৯

কেন্টাকিতে সেনাবাহিনীর ২ হেলিকপ্টার বিধ্বস্ত: প্রাণহানির শঙ্কা
  • 0

কেন্টাকির ট্রিগ কাউন্টিতে সেনাবাহিনীর দুই প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৯ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রিগ কাউন্টির ফোর্ট ক্যাম্পবেল মিলিটারি বেইজের কাছে বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। 

অ্যামেরিকান সেনাবাহিনীর মুখপাত্রের বরাতে বিবিসি জানায়, দুটি এইচএইচ ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সেগুলোতে থাকা ক্রুদের খবর এখনও পাওয়া যায়নি। তবে ৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সুত্র বিবিসিকে জানিয়েছে।

হেলিকপ্টার দুটি একটি অন্যটির সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছিল কি না- বিবিসির এমন প্রশ্নে ওই মুখপাত্র জানান, এই মুহূর্তে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে। 

স্টেইটের গভর্নর অ্যান্ডি বেসিয়ার টুইটবার্তায় বলেন ‘আমরা একটি দুঃসংবাদ পেয়েছি। দুর্ঘটনায় কয়েকজন নিহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।‘ 

তিনি জানান, কেন্টাকি স্টেইট পুলিশ, স্টেইট ডিভিশন অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ও স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন।

 


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...