এমবাপে চাইলে ক্লাব ছাড়তে পারেন, জানালেন পিএসজি সভাপতি

টিবিএন ডেস্ক

জুলাই ৬ ২০২৩, ৩:৪৮

পিএসজির জার্সিতে কিলিয়ান এমবাপে। ছবি: টুইটার

পিএসজির জার্সিতে কিলিয়ান এমবাপে। ছবি: টুইটার

  • 0

তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে চাইলে ক্লাব ছাড়তে পারেন। এমনটা জানিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সভাপতি নাসের এল খেলাইফি।

ফরাসি পত্রিকা ল্য প্যারিসিয়ানকে বুধবার খেলাইফি বলেন, এমবাপের জন্য সবগুলো সম্ভাবনা উন্মুক্ত।

গত দুই বছর যাবৎ রিয়াল মাদ্রিদে যেতে চাইছেন এমবাপে। গত মৌসুমের শুরুতে ১০০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাসের বিনিময়ে তার সঙ্গে চুক্তি নবায়ন করে পিএসজি।

তবে, ২০২২-২৩ মৌসুম শেষ হওয়া মাত্র এমবাপে জানান, তিনি পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তি আর নবায়ন করবেন না। ফলে, ২০২৪ পর্যন্তই তিনি ক্লাবে থাকছেন।

পিএসজির সঙ্গে এমবাপে চুক্তি নবায়ন না করলে সামনের মৌসুম শেষে তাকে বিনামূল্যে ছেড়ে দিতে হবে ফরাসি চ্যাম্পিয়নদের।

যে কারণে তারা চায় দ্রুত নতুন চুক্তিতে সই করুন এমবাপে। না হলে এবারে আর তাকে বাধা দেবে না পিএসজি। এমবাপেকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান খেলাইফি।

তিনি বলেন, ‘কিলিয়ান এমবাপেকে আগামী এক-দুই সপ্তাহেই তার সিদ্ধান্ত নিতে হবে। এর বেশি নয়। সে যদি নতুন চুক্তিতে সই করতে না চায়, তাহলে তার চলে যাওয়ার দরজা খোলা।’

খেলাইফি মনে করিয়ে দেন যে, সবার আগে তার কাছে প্রাধান্য পাচ্ছে ক্লাবের ভবিষ্যত।

তিনি যোগ করেন, ‘কেউই ক্লাবের চেয়ে বড় নয়। কোনো খেলোয়াড় কিংবা আমি। এটা পরিষ্কার।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...