ট্রাম্পকে হয়রানির অভিযোগ নিয়ে বাইডেনের মুখে হাসি

টিবিএন ডেস্ক

এপ্রিল ৫ ২০২৩, ১৯:০৩

'ট্রাম্প' প্রশ্নে হাস্যোজ্জ্বল প্রেসিডেন্ট বাইডেন

'ট্রাম্প' প্রশ্নে হাস্যোজ্জ্বল প্রেসিডেন্ট বাইডেন

  • 0

ফৌজদারি মামলায় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা হয়েছে ৩৪টি অভিযোগ। এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন ট্রাম্প। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউযের স্টেইট ডাইনিং রুমে মঙ্গলবার কাউন্সিল অফ অ্যাডভাইযারের সঙ্গে একটি বৈঠকে বক্তব্য দিচ্ছিলেন বাইডেন। তার বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেয়া হয়। 

একজন সাংবাদিক এ সময় প্রশ্ন করেন, ‘আপনার পূর্বসূরির (ট্রাম্প) বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা কি উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক প্রতিহিংসাপূর্ণ?’ 

এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি বাইডেন ।

বৈঠক শুরু করার তাড়া থাকায় সাংবাদিকদের এরপর দ্রুত কক্ষের বাইরে যেতে বলা হয়। এ সময় বাইডেনকে হাসতে দেখা যাচ্ছিল। 

সভা শেষ হওয়ার পর হোয়াইট হাউযের অফিসিয়াল বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন ‘ট্রাম্প সম্পর্কে’ কোনো প্রতিক্রিয়া দেননি বলে জানানো হয়। 

এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন ফক্স নিউজকে বলেছিলেন, 'ট্রাম্প সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না।'

হোয়াইট হাউযের প্রেস সেক্রেটারি ক্যারিন জন-পিয়ার মঙ্গলবার জানান, অভিযোগটি প্রেসিডেন্টের কাছে গুরুত্বপূর্ণ নয়। ট্রাম্প বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার কোনো আলোচনাও হয়নি।

হোয়াইট হাউযের এক প্রেস ব্রিফিংয়ে জন পিয়ার বলেন, ’আমরা মামলাটি সম্পর্কে কোনো বিশেষ মন্তব্য করছি না। এ ঘটনাটি প্রেসিডেন্টের গুরুত্ব দেয়ার মতো কোন বিষয় না। বরং তিনি প্রতিদিনের মতোই অ্যামেরিকান জনগণের কল্যাণ ঘটে- যেমন ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছেন।‘

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ’দৃশ্যতই, ঘটনাটি এখনকার অনেক টেলিভিশনে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দেখানো হচ্ছে। সুতরাং যখন প্রেসিডেন্টের সামনে খবরটি আসবে তিনি অবশ্যই দেখবেন। তবে আজকের জন্য এটি তার কাছে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নয়।‘  


0 মন্তব্য

মন্তব্য করুন