টেক্সাস রেঞ্জার্সের আউটফিল্ডার জশ স্মিথ খেলার সময় মুখে আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। বল্টিমোর ওরিওলসের বিপক্ষে সোমবার রাতে খেলা চলার সময় পিচের উপর পড়ে গিয়ে মুখে আঘাত পান স্মিথ।
বাম-হাতি হিটার এই খেলোয়াড় তৃতীয় ইনিংস চলার সময় রিলিভার ড্যানি কুলম্বের কাছ থেকে ১-০ স্লাইডারে মুখের ডান দিকে আঘাত পান। এতে স্মিথ তার বাম দিকে ঘুরে ব্যাটারের বক্সে পড়ে যান ।
রেঞ্জার্স মেডিক্যাল স্টাফরা স্মিথকে মাঠে প্রাথমিক চিকিৎসা দিয়ে ক্লাব হাউজে ফিরিয়ে আনেন।
রেঞ্জার্সের টিমের ম্যানেজার ব্রুস বোচি বলেন, ‘স্মিথ নিচের চোয়ালে আঘাত পেয়েছেন। আমরা তাকে ইআর-এ নিয়ে গিয়েছিলাম। কিছু সিটি স্ক্যান পরীক্ষায় জানা গেছে তার অবস্থা নিয়ে চিন্তার কিছু নেই। স্মিথও বলেছেন তিনি সুস্থবোধ করছেন।‘
বোচি বলেন, ‘আগামীকাল স্মিথের অবস্থা ফের পর্যালোচনা করা হবে। এর উপর ভিত্তি করে তাকে খেলায় নামানোর বিষয়ে সিদ্ধান্ত হবে।‘