শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ

টিবিএন ডেস্ক

জুলাই ১৯ ২০২৩, ১৬:৪২

এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে লড়বে ছয়টি দেশ। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে লড়বে ছয়টি দেশ। ছবি: সংগৃহীত

  • 0

শ্রীলংকার ক্যান্ডিতে ৩১ আগস্ট শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ লড়াই। স্বাগতিক দেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে হবে টাইগারদের।

এর আগে পাকিস্তানের মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বুধবার এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে।

এবারের আসরের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে রাজি হয়নি ভারত। ফলে পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলংকা।

টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলংকার মাটিতে হবে নয়টি ম্যাচ।

গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান।

পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সঙ্গে আছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা।

গ্রুপ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...