জর্জিয়ায় দুই গাড়ির সংঘর্ষে নিহত পাঁচ

টিবিএন ডেস্ক

জুলাই ১৮ ২০২৩, ২:৪৮

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

জর্জিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ব্যস্ত ইউএস টোয়েন্টি থ্রি মহাসড়কে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে এবিসি নিউজ জানিয়েছে, রোববার বিকেলে মহাসড়কটি ফোর্ড এক্সপ্লোরার গাড়িতে করে অতিক্রম করছিলেন অ্যাভোনলিয়া হোল্টজক্লো নামের এক নারী। অতিক্রম করার সময় হাবেরশাম কাউন্টির অল্টোর কাছে দক্ষিণমুখী একটি শেভরোলে করভেট গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর উভয় গাড়িতে আগুন ধরে যায়। হাসপাতালে পৌছানোর আগেই দুই গাড়িতে থাকা সকল যাত্রী মারা যায়।

ফোর্ড এক্সপ্লোরার এসইউভিতে থাকা ২৯ বছর বয়সী হোল্টজক্লো ও তার ৫ ও ৬ বছর বয়সী দুই শিশু মারা যায়। অপর গাড়িতে থাকা মেরিয়েটার মিচেল বগস নামে ৫৮ বছর বয়সী শেভরোলে করভেট চালক ও তার যাত্রীও মারা যান। নিহত যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া করতে পারেনি পুলিশ।

অগ্নিকাণ্ডের ফলে টোয়েন্টি থ্রি মহাসড়কটি প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...