ইতিহাস গড়লেন সৌদি ২ মহাকাশচারী

টিবিএন ডেস্ক

মে ২৩ ২০২৩, ১৬:৪২

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সৌদি দুই মহাকাশচারী আলী আলকার্নি এবং রায়ানাহ বারনাউয়িসহ অন্যরা। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সৌদি দুই মহাকাশচারী আলী আলকার্নি এবং রায়ানাহ বারনাউয়িসহ অন্যরা। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকান বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেসের উদ্যোগে একটি প্রাইভেট মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন ২ সৌদি মহাকাশচারী।

স্পেসএক্স ক্যাপসুল সোমবার তাদের আইএসএসে পৌঁছে দেয়। তারা হলেন এফসিক্সটিন যুদ্ধবিমান চালক আলী আলকার্নি এবং বায়োমেডিক্যাল রিসার্চার রায়ানাহ বারনাউয়ি। বারনাউয়ি প্রথম সৌদি নারী মহাকাশচারী হিসেবেও ইতিহাস গড়েছেন।

দলটির নেতৃত্ব দিচ্ছেন অ্যামেরিকার সবচেয়ে অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। মিশনে তার সঙ্গে কো-পাইলট হিসেবে আছেন সাবেক ব্যবসায়ী ও রেস কার ড্রাইভার জন শফনার।

বারনাউয়ি মহাকাশ থেকে অভিবাদন জানিয়ে বলেন, ‘আমি এখানে শুধু নিজেকেই প্রতিনিধিত্ব করছি না, বরং দেশের সবার আশা ও স্বপ্নের প্রতিনিধিত্ব করছি।’

মিশন কমান্ডার পেগি হুইটসন বলেন, ‘আমরা এখানে এসে সত্যিই আনন্দিত। এটি একটি দুর্দান্ত মিশন, একটি দুর্দান্ত রাইড। আমরা মহাকাশের যাত্রাপথে অনেক মজা করেছি এবং এখানে অনেক কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।’

মহাকাশ স্টেশনে ডকিংয়ের দুই ঘণ্টা পরে চার নভোচারী আইএসএসে প্রবেশ করেন। তাদের স্বাগত জানান এক্সপেডিশন সিক্সটিনাইন-এর কমান্ডার সের্গেই প্রোকোপিয়েভ। 

স্পেসএক্স ফ্যালকন নাইন রকেটটি রোববার ফ্লোরিডায় উৎক্ষপণ করা হয়। এরপর পৃথিবীর কক্ষপথ আবর্তন করে ভূপৃষ্ঠ থেকে ২৫০ মাইল (৪০০ কিলোমিটার) উচ্চতায় মহাকাশ স্টেশনে পৌঁছাতে চার নভোচারীর সময় লাগে প্রায় ১৬ ঘণ্টা।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...