বিবাদের জেরে ম্যারিল্যান্ডে গুলিতে নিহত ৩

টিবিএন ডেস্ক

জুন ১২ ২০২৩, ১২:২২

ঘরোয়া বিবাদের জেরে ম্যারিল্যান্ডে গুলিতে তিন জন নিহত। ছবি: এবিসি নিউজ

ঘরোয়া বিবাদের জেরে ম্যারিল্যান্ডে গুলিতে তিন জন নিহত। ছবি: এবিসি নিউজ

  • 0

ম্যারিল্যান্ডের ক্যাপিটাল অ্যানাপোলিসের একটি বাড়িতে অস্ত্রধারীর গুলিতে তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, ঘরোয়া বিবাদের জেরে রোববার রাতে ওই বাড়িতে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও এক জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ এক বিবৃতিতে জানায়, আহতদের মধ্যে একজনকে ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

অ্যানাপোলিস পুলিশ চিফ অ্যাডওয়ার্ড জ্যাকসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পারস্পরিক বিরোধ’ থেকে এই গুলি চালানো হয়। শহরটির জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই।

তিনি বলেন, ‘ঘটনাটির তদন্ত চলছে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা চলছে। আমরা প্রাপ্ত তথ্য একত্রিত করছি। এখনও অনেক কাজ বাকি।’

জ্যাকসন জানান, নিহতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তবে তিনি গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। এমনকি গুলির ঘটনার পেছনের উদ্দেশ্যও জানাননি তিনি।

জ্যাকসন বলেন, ‘নির্দিষ্ট ব্যক্তিকেই গুলি করা হয়েছে।’ নিহতরা ‘বাড়ির বাইরে’ প্রাণ হারিয়েছেন। আটক সন্দেহভাজন ‘ব্যক্তিগত স্বার্থে’ এ ঘটনা ঘটান। অবশ্য তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...