স্পেইসএক্সের স্টারশিপ রকেটের পরীক্ষা সোমবার

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৬ ২০২৩, ২২:১৭

স্টারশিপ রকেট। ছবি: স্পেইসএক্স

স্টারশিপ রকেট। ছবি: স্পেইসএক্স

  • 0

শক্তিশালী স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপ করতে যাচ্ছে স্পেইসএক্স। সব ঠিক থাকলে টেক্সাসের বোকা চিকা বিচের কাছাকাছি একটি রিমোট এলাকা থেকে সোমবার সকালে এটি উৎক্ষপণ করা হবে।

শক্তিশালী এই রকেটের সাহায্যেই চাঁদ ও মঙ্গলে যাত্রীবাহী স্পেইসক্রাফট পাঠানোর পরিকল্পনা রয়েছে।

স্পেইসএক্স কর্তৃপক্ষ জানায়, বিশ্বের বৃহত্তম সুপার হেভি এই রকেটটি প্রথমবারের মতো উৎক্ষপণ করা হচ্ছে। ১৫০ মিনিটের এ পরীক্ষা চালাতে সোমবার সকাল ৭টায় খোলা হবে উইন্ডো। তবে বিভিন্ন পরিস্থিতি সাপেক্ষে এ সময়ে পরিবর্তন ঘটতে পারে। রকেট উৎক্ষেপণের ৪৫ মিনিট আগে থেকে শুরু হবে লাইভ ওয়েবকাস্ট। 

এর আগে গত শুক্রবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন প্রায় ৪০০ ফুট লম্বা এই রকেট উৎক্ষেপণের অনুমোদন দেয়।

স্পেইসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক শুক্রবার রাতে টুইটারে লেখেন, ‘সফল হতে পারে, তবে উত্তেজনা নিশ্চিত!’

উৎক্ষেপণের পর বোকা চিকা উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে পৌঁছে রকেটটি স্টারশিপ থেকে বিচ্ছিন্ন হয়ে মহাসাগরে পতিত হবে। এরপর স্টারশিপ হাওয়াইয়ের উপকূলে নেমে আসার আগে পৃথিবীকে প্রদক্ষিণ করবে।

স্পেইসএক্স বলছে, এই ফ্লাইট পরীক্ষাটি ভবিষ্যতের মহাকাশ অভিযানের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। স্টারশিপের মাধ্যমে প্রতিবার মঙ্গল ও চাঁদে যেতে পারবেন প্রায় ১০০ জন যাত্রী।  

চাঁদে ২০২৫ সালে নভোচারী পাঠাতে স্টারশিপ ব্যবহারের ঘোষণা দিয়েছে নাসা।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...