কোলকাতার পথে ‘সোনার বাংলা সার্কাস’

টিবিএন ডেস্ক

জুন ৮ ২০২৩, ১৭:২১

স্টেইজে পারফর্ম করছে সোনার বাংলা সার্কাস। ছবি: ফেসবুক

স্টেইজে পারফর্ম করছে সোনার বাংলা সার্কাস। ছবি: ফেসবুক

  • 0

কোলকাতার প্রিন্সটন ক্লাবে ৯ জুন, শুক্রবার কনসার্ট করবে বাংলাদেশের সাইকেডেলিক রক ব্যান্ড 'সোনার বাংলা সার্কাস।'

ব্যান্ডটির সহ-প্রতিষ্ঠাতা, ভোকাল ও গিটারিস্ট প্রবর রিপন ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানের সিটে ক্লাউনের পোশাকে বসে থাকা যাত্রীদের ছবি পোস্ট করে রিপন লিখেছেন, 'কলকাতার পথে…'

৯ জুন ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রিন্সটন ক্লাবে কোলকাতার ব্যান্ড ‘লক্ষ্মীছাড়া’র সঙ্গে মিলে কনসার্ট করবে সোনার বাংলা সার্কাস। টিকিটের দাম ধরা হয়েছে ৪৯৯ রুপি; টিকিট পাওয়া যাবে ভেন্যুতেই।

সোনার বাংলা সার্কাস ব্যান্ডটি প্রতিষ্ঠা হয় ২০১৮ সালে। প্রতিষ্ঠার প্রায় দেড় বছর পর তাদের প্রথম অ্যালবাম 'হায়েনা এক্সপ্রেস' ইউটিউবে প্রকাশিত হয়। অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে 'অন্ধ দেয়াল', 'মৃত্যু উৎপাদন কারখানা', 'এপিটাফ', 'পারফিউমের ফেলে দেয়া বোতল', 'হায়েনা এক্সপ্রেস', 'সূর্যের অন্ধকার', 'আত্মহত্যার গান', 'আমার নাম অসুখ', ও 'ক্রমশ।'

ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবাম 'মহাশ্মশান'-এর কাজ চলছে।

ব্যান্ডের পাঁচ সদস্য প্রবর রিপন (ভোকাল ও গিটারিস্ট), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটারিস্ট), হাসিন আরিয়ান (ড্রামস), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কি-বোর্ড)।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...