ডেলাওয়্যারের একটি শপিং মলে গুলিতে তিন জন আহত হয়েছেন।
তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি।
পেনসিলভানিয়ার উত্তরের ‘ক্রিস্টিয়ানা মল’-এ শনিবার এ ঘটনা ঘটে।
ডেলাওয়্যার স্টেইট পুলিশ এক টুইট বার্তায় বলেছে, ‘আগ্নেয়াস্ত্রের গুলিতে তিন জন আহত হন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এই মুহূর্তে ক্রিশ্চিয়ানা মল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।’
তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত শপিং মলটি বন্ধ রাখার কথা জানানো হয় পুলিশের বিবৃতিতে।