আল ইত্তিহাদ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কারিম বেনজেমা। ছবি: টুইটার
0
রিয়াল মাদ্রিদকে বিদায় জানানোর কয়েক ঘণ্টা পরই নিজের পরবর্তী গন্তব্য নিশ্চিত করেছেন কারিম বেনজেমা। সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
২৫ বছরের এ ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে সৌদি সুপার লিগের ক্লাবটি। আনুষ্ঠানিকভাবে তার পারিশ্রমিক প্রকাশ না করা হলেও, ইউরোপের সংবাদমাধ্যমগুলোর দাবি বছরে বেতন ও ইমেজ রাইটস মিলিয়ে ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন বেনজেমা।
ক্রিস্টিয়ানো রোনালডোর পর দ্বিতীয় হাই প্রোফাইল তারকা হিসেবে সৌদি লিগে যোগ দিলেন বেনজেমা। বেনজেমার ক্লাব ইত্তিহাদ এরই মধ্যে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনগোলো কান্তেকে দলে টানতে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
বেনজেমার জাতীয় দলের সতীর্থ কান্তের সঙ্গে তার বর্তমান ক্লাব চেলসির চুক্তি শেষ হচ্ছে জুনে। তাকে বছরে ১০০ মিলিয়ন ইউরোর পারিশ্রমিকে দলে ভেড়াতে চায় ইত্তিহাদ।
লিগের আরেক ক্লাব আল হিলাল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জন্য দুই বছরে ১ বিলিয়ন ইউরোর অফার প্রস্তুত রেখেছে।
সার্হিও রামোস ও আনহেল দি মারিয়ার মতো বিশ্বসেরা তারকাদের দিকেও হাত বাড়িয়েছে সৌদি লিগের ক্লাবগুলো।