ফ্লোরিডার একটি পার্কে পুলিশের গুলিতে নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারী তাদের লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষায় পাল্টা গুলি চালানো হয়।
ফ্লোরিডার টালহাসি শহরের টম ব্রাউন পার্কে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্ট শুক্রবার বিবৃতি দিয়ে জানায়, সন্দেহভাজন মাদকাসক্তকে খুঁজতে ওই পার্কে অভিযানে যান লিওন কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি ও কর্মকর্তারা। তারা পার্কে পৌঁছানোর পর অস্ত্রধারী নারী তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।
পুলিশের পাল্টা গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম টালহাসি ডেমোক্র্যাটের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন মাদকাসক্তকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে নিহত নারীর সঙ্গে মাদকাসক্ত ব্যক্তির কোনো সম্পর্ক ছিল কিনা তা জানায়নি পুলিশ।