রিপাবলিকান প্রার্থিতার আনুষ্ঠানিকতা সারলেন পেন্স

টিবিএন ডেস্ক

জুন ৫ ২০২৩, ১৮:৪৮

রিপাবলিকান প্রার্থিতার আনুষ্ঠানিকতা সারলেন পেন্স
  • 0

সাবেক ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থিতার কাগজ জমা দিয়েছেন।

সোমবার কাগজ জমা দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নের দৌঁড়ে সামিল হলে তিনি। বুধবার নিজের ক্যাম্পেইন শুরু করবেন ৬৩ বছর বয়সী এ রাজনীতিবিদ।

ইন্ডিয়ানা স্টেইটের সাবেক এ গভর্নর ডনাল্ড ট্রাম্পের সময় (২০১৭-২১) ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে ট্রাম্পের বিপক্ষেই এবার লড়াইয়ে নামতে হচ্ছে পেন্সকে।

ট্রাম্প ও পেন্স ছাড়াও রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস।

অনানুষ্ঠানিক জরিপে পেন্স অবশ্য রিপাবলিকান সমর্থকদের পছন্দের শেষে রয়েছেন। ট্রাম্প জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে। দুইয়ে আছেন ডিস্যান্টিস।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...