ভারতের ওডিশায় তিন ট্রেনের সংঘর্ষের পাঁচ দিন পর ২৮৮ জনের প্রাণ হারানোর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে এখনো ৮৩টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
ওডিশা স্টেইটের বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার স্টেশনের কাছে শুক্রবার সন্ধ্যায় দুটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে এক হাজারেরও বেশি যাত্রী আহত হন। প্রাণ হারান অনেকে।
বহু পরিবার এখনও তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছে।
ওডিশার চিফ সেক্রেটারি প্রদীপ জেইন মঙ্গলবার জানান, সরকারি হিসাবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৭৫ থেকে বেড়ে ২৮৮-তে পৌঁছেছে। এখনও ৮৩টি মরদেহের স্বজন পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুই যাত্রীবাহী ট্রেনে ৩ হাজারেরও বেশি যাত্রী ছিলেন। অজ্ঞাতপরিচয় মরদেহের ছবি হাসপাতালের করিডোরে টাঙিয়ে রেখেছে কর্তৃপক্ষ।
চলতি শতকে ভারতের ইতিহাসে এটিই সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনা।