টেনেসিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৯ ২০২৩, ২৩:২৪

দুর্ঘটনার পর কোম্পানির ওই প্ল্যান্টে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

দুর্ঘটনার পর কোম্পানির ওই প্ল্যান্টে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

  • 0

টেনেসির ফোক্সওয়াগেন চ্যাটানুগা প্ল্যান্টে শনিবার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

প্ল্যান্টের মুখপাত্র অ্যামান্ডা প্লেকাসের বরাতে এ তথ্য জানিয়েছে  সিবিএস নিউয

তিনজনই ফোক্সওয়াগেনের কর্মচারী ছিলেন।

প্লেকাস বলেন, দুর্ঘটনার পর কোম্পানির ওই প্ল্যান্টে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

তদন্তে স্থানীয় আইন প্রয়োগকারীদের সহায়তা করছে ফোক্সওয়াগেন।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...