১২ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান

বাসস

মে ৪ ২০২৩, ১৭:৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। ছবি: এপি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। ছবি: এপি

  • 0

দীর্ঘ ১২ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার রাতে পাকিস্তান ২৬ রানে হারায় নিউজিল্যান্ডকে।

প্রথম দুই ম্যাচ ৫ ও ৭ উইকেটে জিতেছিল পাকিস্তান। এতে ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান। 

২০১১ সালে সবশেষ নিউজিল্যান্ডের সফরে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। এরপর ৬টি সিরিজের ৫টি জিতে নেয় নিউজিল্যান্ড। একটি সিরিজ সমতায় শেষ হয়।

করাচিতে বুধবার রাতের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে প্রথম ব্যাট করতে নামে পাকিস্তান। আগের দুই ম্যাচেই সেঞ্চুরি করা পাাকিস্তানের ব্যাটার ফখর জামানকে এবার ১৯ রানে থামিয়ে দেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।

ফখরের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১২১ বলে ১০৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার ইমাম উল হক ও অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ক্যারিয়ারের ২৬তম হাফ-সেঞ্চুরি করা বাবরকে ৫৪ রানে আউট করেন হেনরি।

বাবর ফিরলেও সেঞ্চুরির পথেই ছিলেন ইমাম। তবে নিউজিল্যান্ড পেসার এডাম মিলনের বলে বোল্ড হয়ে ৯০ রানে আউট হন তিনি। 

১০৭ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন ১৬তম অর্ধশত করা ইমাম। ৩৮তম ওভারে দলীয় ১৯২ রানে ইমাম ফেরার পর মোহাম্মদ রিজওয়ানের ৩২, আঘা সালমানের ৩১ ও শাদাব খানের অপরাজিত ২১ রানে বড় সংগ্রহ পায় পাকিস্তান।

৫০ ওভারে ৬ উইকেটে ২৮৭ রান করে দলটি। নিউজিল্যান্ডের হেনরি ৩টি ও মিলনে ২টি উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ৮৩ রানের সূচনা পায় নিউজিল্যান্ড। জুটিতে ৩৩ রান অবদান রেখে রান আউট হন ওপেনার উইল ইয়ং। ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার টম ব্লান্ডেল। হাফ-সেঞ্চুরির পর ৭টি চারে ৭৮ বলে ৬৫ রানে রান আউট হন ব্লান্ডেলও।

আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা ড্যারিল মিচেলকে ২১ রানে বিদায় দেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম। মিডল-অর্ডারে  মার্ক চাপম্যান ১৩, হেনরি নিকোলস ১ ও অধিনায়ক টম লাথাম ৪৫ রানে আউট হলে লড়াই থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। ১৯৬ রানে ষষ্ঠ উইকেট হারায় কিউইরা।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা জাগান অলরাউন্ডার কোল ম্যাককঞ্চি। কিন্তু তার ৪৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬৪ রানের ইনিংসে হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড। 

৫ বল বাকি থাকতে ২৬১ রানে গুটিয়ে যায় এই দল। পাকিস্তানের আফ্রিদি-নাসিম ও ওয়াসিম ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ইমাম।

করাচিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...