মুক্তির প্রথম দিনেই মিশন ইম্পসিবলের বাজিমাত

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ২৩:২৬

মিশন: ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান এর পোস্টার। কার্টেসি ফটো

মিশন: ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান এর পোস্টার। কার্টেসি ফটো

  • 0

ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত ‘মিশন: ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান’ মঙ্গলবার প্রিভিউ-এ সাত মিলিয়নসহ উদ্বোধনী দিনে বক্স অফিসে মোট ১৫ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করেছে।

টম ক্রুজ অভিনীত প্যারামাউন্ট ও স্কাইড্যান্স প্রযোজিত বিগ বাজেটের মুভিটি প্রথম পাঁচ দিনে নর্থ অ্যামেরিকায় ৮৫ থেকে ৯৫ মিলিয়ন এবং আন্তর্জাতিক বক্স অফিসে ১৬০ মিলিয়ন ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে।

ডেড রেকনিং পার্ট ওয়ানে ‘ইথান হান্ট’ নামে টম ক্রুজের চরিত্র তার টিমকে নিয়ে ‘দ্য এন্টিটি’ নামে একটি রহস্যময় ও শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিযেন্স বাহিনীকে নস্যাৎ করতে কাজ চালায়।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেমস, সাইমন পেগ, এসাই মোর‍্যালস, ভ্যানেসা কারবি এবং পম ক্লেমেনটিফ।

ডেড রেকনিং বানাতে খরচ হয়েছে প্রায় ২৯০ মিলিয়ন ডলার। এর অন্যতম কারণ করোনা মহামারির সময় কাজ শুরু হওয়া। তবে পরবর্তী সিক্যুয়েল ‘ডেড রেকনিং পার্ট টু’ কিছুটা কম বাজেটে নির্মাণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০১৮ সালে ‘মিশন: ইম্পসিবল– ফলআউট’ বক্স অফিসে প্রথম দিন ২২ মিলিয়ন ডলার আয় করেছিল। সর্বমোট ৭৯১ মিলিয়ন ডলার আয় করে ২৭ বছরের মিশন ইম্পসিবল সিরিজের সর্বোচ্চ আয় করা সিক্যুয়েল হিসেবে ইতিহাস গড়েছিল।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...