সব ধরনের যাত্রা স্থগিত করল ওশানগেট

টিবিএন ডেস্ক

জুলাই ৭ ২০২৩, ০:১৮

সাবমার্সিবল টাইটানের ধ্বংসাবশেষ। ছবি: সিএনএন

সাবমার্সিবল টাইটানের ধ্বংসাবশেষ। ছবি: সিএনএন

  • 0

গত মাসে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে যাওয়া সাবমার্সিবল টাইটান সমুদ্রতলে বিস্ফোরণের পর সব ধরনের অভিযাত্রা ও বাণিজ্যিক মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে ওশানগেট।

ওয়াশিংটন ভিত্তিক কোম্পানি ওশেনগেট বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটের একটি ব্যানারে কোম্পানিটি এ ঘোষণা দিয়েছে

ওয়েবসাইটিতে এখনও সমুদ্রতলে অভিযাত্রার সরঞ্জাম, অভিযানের হাইলাইট রিল ও টাইটানিকের ধ্বংসাবশেষের ভ্রমণসহ অভিযানের প্রস্তাবগুলোর বিবরণ রয়েছে।

গত ২২ জুন অ্যাটলান্টিকের ৩ হাজার ৩০০ মিটার গভীরে পানির প্রচণ্ড চাপে বিস্ফোরিত হয় ‘টাইটান’, মুহূর্তে প্রাণ হারান এর পাঁচ আরোহী।

টাইটানিকের কাছে পৌঁছানোর আধ কিলোমিটারের কিছু আগেই বিস্ফোরণ ঘটে টাইটানে।

এক শ বছরেরও আগে ১৯১২ সালে অ্যাটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ওশানগেট কোম্পানির পর্যটকবাহী সাবমার্সিবল ‘টাইটান’ ১৮ জুন যাত্রা শুরুর পৌনে ১ ঘণ্টার মধ্যে নর্থ অ্যাটলান্টিকে নিখোঁজ হয়।

সাবমার্সিবলে আরোহী হিসেবে ছিলেন পাকিস্তানি ধনাঢ্য ব্যক্তি ৪৮ বছরের শাহজাদা দাউদ ও তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান, ব্রিটিশ ধনকুবের ৫৮ বছরের হামিশ হার্ডিং, ৭৭ বছর বয়সী সাবেক ফ্রেঞ্চ ডাইভার পল-হেনরি নারজিওলেট এবং সাবমার্সিবলের চালক ও ওশানগেট কোম্পানির প্রধান নির্বাহী স্টকটন রাশ।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...