হত্যা মামলার আসামি ৩৯ বছর পর গ্রেফতার

টিবিএন ডেস্ক

জুন ৯ ২০২৩, ১৭:১৪

আসামী স্যান্টিনি (বাঁয়ে) ও সিনথিয়া উডস। ছবি: সংগৃহীত

আসামী স্যান্টিনি (বাঁয়ে) ও সিনথিয়া উডস। ছবি: সংগৃহীত

  • 0

ফ্লোরিডায় ১৯৮৪ সালের একটি হত্যা মামলার ওয়ান্টেডভুক্ত আসামিকে প্রায় চার দশক পর গ্রেফতার করেছে পুলিশ।

ক্যালিফোর্নিয়া থেকে বুধবার ডনাল্ড মিকায়েল স্যান্টিনি নামের ওই আসামিকে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন কর্মকর্তারা।

৩৩ বছর বয়সী সিনথিয়া রুথ উড নামের এক নারীকে হত্যার মামলার আসামি স্যান্টিনি। ফ্লোরিডার সাউথ ট্যাম্পার ব্র্যাডেনটন এলাকায় থাকতেন উড।

শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, ১৯৮৪ সালের ৬ জুন উড নিখোঁজ হন। এর পাঁচ দিন পর একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ময়নাতদন্তে জানা গেছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার শরীরে স্যান্টিনির আঙুলের ছাপ পাওয়া গেছে।

তাকে হত্যায় সে বছরই স্যান্টিনিকে অভিযুক্ত করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তখন থেকে পলাতক তিনি। 

ক্যালিফোর্নিয়ার স্থানীয় সংবাদমাধ্যম কেজিটিভি জানায়, ফ্লোরিডা-ক্যারিবিয়ান আঞ্চলিক ফিউজিটিভ টাস্ক ফোর্সের দেয়া তথ্য অনুযায়ী মার্শালরা স্যান ডিয়েগোর ক্যাম্পো থেকে স্যান্টিনিকে গ্রেফতার করেন। 

ফ্লোরিডার হিলসবরো কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে বলেছে, শেরিফ অফিসের গোয়েন্দারা স্যান্টিনিকে জিজ্ঞাসাবাদের জন্য স্যান ডিয়েগো কাউন্টিতে রওনা হয়েছেন। তাকে স্যান ডিয়েগোর কারাগারে আটক রাখা হয়েছে। 

তারা বলেন, ‘আমরা স্যান্টিনির গ্রেফতারের বিষয়টি অবগত আছি এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পাঠিয়েছি। তাকে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করছি।

‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ১৯৮৪ সালের সংগৃহীত প্রমাণাদি ফের পরীক্ষা করার অনুমতি পাওয়ার পর ওই হত্যা মামলার তদন্ত আবার শুরু করা হয়েছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন