ঘোড়া থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমায় ছিলেন পিএসজি গোলকিপার সার্জিও রিকো। জ্ঞান ফেরার পর সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ স্প্যানিয়ার্ড।
জ্ঞান ফেরার পর আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন রিকো। ২৯ বছর বয়সী এই গোলকিপার এখনও স্পেনের সেভিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একটি উৎসবে ঘোড়ায় চড়তে গিয়ে গত ২৯ মে তিনি দূর্ঘটনার শিকার হন।
রিকো ইন্সটাগ্রামে লিখেছেন, ‘কঠিন এই মুহূর্তে যারা আমার প্রতি ভালবাসা জানিয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি, তবে প্রতিদিনই পরিস্থিতির উন্নতি হচ্ছে। সত্যি নিজেকে দারুণ ভাগ্যবান মনে করছি। সবাইকে ধন্যবাদ, আশা করছি দ্রুতই সকলের সাথে দেখা হবে।’
বুধবার আইসিইউ থেকে ছাড়পত্র পেয়ে পরবর্তী চিকিৎসার জন্য রিকোকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পরপরই রিকো কোমাতে চলে গিয়েছিলেন। গত সপ্তাহে হাসপাতাল সূত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে জানিয়েছে তার জ্ঞান ফিরেছে এবং রিকো আবার যোগাযোগ করতে পারছেন।