স্যান ফ্রান্সিসকোতে গোলাগুলিতে শিশুসহ আহত ৬

টিবিএন ডেস্ক

জুন ১৯ ২০২৩, ২১:২৩

স্যান ফ্রান্সিসকোতে কার টু কার গোলাগুলিতে ৬ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

স্যান ফ্রান্সিসকোতে কার টু কার গোলাগুলিতে ৬ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

  • 0

স্যান ফ্রান্সিসকোর এমবারকাদেরোর কাছে দুই গাড়ি পাল্লা দিয়ে যাওয়ার সময় যাত্রীদের গোলাগুলিতে ছয় জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রোববার দুটি গাড়ি পাল্লা দেয়ার সময় যাত্রীরা গোলাগুলি শুরু করেন। এ সময় গাড়ির জানালার ভাঙা কাঁচ ও গুলিতে শিশুসহ ছয় পথচারী আহত হন।

পুলিশের দাবি, দুইজন গুলিবিদ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রাস্তায় সাইকেলে থাকা ১০ বছরের এক শিশুও গাড়ির ধাক্কায় আহত হয়েছে। এছাড়া গাড়ির জানালার ভাঙা কাঁচ উড়ে এসে শরীরে লেগে আরও তিনজন আহত হন।

স্যান ফ্রান্সিসকোর পুলিশ চিফ বিল স্কট জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বিচ ও স্টকটন রোডের ইন্টারসেকশনে এ ঘটনা ঘটে। এটি এমবারকাদেরো শহরের একটি জনপ্রিয় পর্যটন স্থান।

প্রায় এক মাইল ধরে চলে দুই গাড়ির পাল্লা। এতে রাস্তার পাশের পথচারীরা আহত হন।

স্কট সংবাদ সম্মেলনে বলেন, ‘মনে হচ্ছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। দুই গাড়ির আরোহীরা একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন।’

গাড়ি দুটির মধ্যে একটি কালো এসইউভি ও অপরটি সাদা সেডান।

স্কট বলেছেন, ‘গাড়ির চালকেরা খুব বেপরোয়াভাবে চালিয়েছেন। আমরা তাদের তাড়া করার আগ পর্যন্ত গাড়ির গোলাগুলি চলতে থাকে।’

তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...