২০২৪ অলিম্পিক আয়োজনে সঠিক পথেই রয়েছে প্যারিস: মেয়র

টিবিএন ডেস্ক

জুন ৭ ২০২৩, ১১:১৭

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হেডকোয়ার্টার। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হেডকোয়ার্টার। ছবি: সংগৃহীত

  • 0

ফ্রান্সে অনুষ্ঠেয় ২০২৪ অলিম্পিক নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ পর্যন্ত যে বাজেট ধরা হয়েছে সে অনুযায়ী সবকিছু সম্পন্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন প্যারিস সিটি মেয়র আন্নে হিডালগো।

সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার আশঙ্কার ভিত্তিতে ফ্রান্স ইন্টার রেডিও স্টেশনকে হিডালগো এ তথ্য জানিয়েছেন।

প্যারিসের মেয়র বলেন, ‘বিশ্বজুড়ে আগের অলিম্পিক ও প্যারালিম্পিকের দিকে তাকালে দেখা যাবে গেমস শুরু হবার প্রায় বছরখানেক আগে থেকে মানুষের মনে শঙ্কা তৈরী হতো যে আদৌ সময়মত সব শেষ হবে কি-না; সবকিছু শেষ পর্যন্ত সঠিকভাবে আয়োজন করা যাবে কি-না। কিন্তু আমরা জোড় দিয়ে বলতে পারি প্যারিস অলিম্পিক সময়মত আয়োজনে আমরা এখনই প্রস্তুত। আমাদের বাজেটও ঠিক আছে।'

প্যারিস গেমসের সার্বিক দিক পর্যবেক্ষনের দায়িত্বে থাকা আইওসি কর্মকর্তা পিয়েরে-অলিভার বেকার্স সোমবার প্যারিস সফরে এসে বলেছিলেন, নির্ধারিত বাজেটের মধ্যে গেমসের সব কাজ সম্পন্ন হওয়ার ব্যাপারে তার শঙ্কা রয়েছে। বেকার্স সাংবাদিকদের বলেন, এখনও অনেক কাজই বাকি রয়েছে।

গত ডিসেম্বরে প্যারিস অলিম্পিকের জন্য বাজেট বরাদ্দের পরিমান আরও ১১১ মিলিয়ন ইউরো বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এ বাজেটের পরিমান দাঁড়িয়েছে ৪.৪৮ বিলিয়ন ইউরোতে।

বড় বড় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে বিলম্ব হওয়ায় প্যারিস অলিম্পিকের ব্যয় নির্বাহ নিয়ে প্রশ্ন ওঠে।

ফ্রেঞ্চ জাতীয় অডিটরের একটি প্রাথমিক রিপোর্ট সোমবার দৈনিক এল’মুন্ডেতে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘উল্লেখযোগ্য কিছু অনিশ্চয়তা রয়ে গেছে, বিশেষ করে অভ্যন্তরীয়ন পার্টনারশিপে।’

ইতোমধ্যে গেমসের চড়া মূল্যের টিকেট নিয়েও সমালোচনা শুরু হয়েছে। ফ্রান্সে বর্তমান আর্থিক সঙ্কটের মধ্যে বেশ কিছু জনপ্রিয় ইভেন্টে টিকেটের মূল্য এত বেশী নির্ধারণ করা হয়েছে যে সেখানে আসন ফাঁকা থাকার বিষয়টিও সামনে চলে এসেছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...