অ্যালাবামাকে ইয়েলোহ্যামার স্টেইট বা কটন স্টেইটও বলা হয়। কারণ এখানকার জাতীয় পাখি ইয়েলোহ্যামার। আর এখানে এক সময় তুলার চাষ হতো সবচেয়ে বেশি।
এবার তালিকায় যুক্ত হলো কুকি। এখন থেকে অ্যালাবামায় অফিশিয়াল স্টেইট কুকিও থাকছে, স্টেইট ও পাখির নাম অনুসরণে এই কুকির নাম দেয়া হয়েছে- দ্য ইয়ালোহ্যামার।
‘ইয়োলোহ্যামার’ কুকিটিকে অ্যালাবামার অফিশিয়াল স্টেইট কুকির মর্যাদা দিয়ে শুক্রবার একটি আইনে সই করেছেন গভর্নর কে আইভে।
মন্টগোমারি ট্রিনিটি প্রেসবিটারিয়ান স্কুলের শিক্ষার্থীরা এমন স্টেইট কুকির ধারণা দেয়। স্কুলটির ফোর্থ গ্রেডার মেরি ক্লেয়ার কুক একটি রেসিপি জমা দিয়েছে। পেকান, পিনাটবাটার ও মধু দিয়ে তৈরি হবে এই কুকি।
বিলে সই করার সময় গভর্নর কে আইভকে কিছু কুকি উপহার দেয়া হয়।