মামলার তথ্য প্রকাশ করতে পারবেন না ট্রাম্প

টিবিএন ডেস্ক

জুন ২০ ২০২৩, ৪:৫১

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

  • 0

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার সহকারী ওয়াল্ট নাউটা যেন ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করতে না পারেন সেজন্য বিশেষ আদেশ দিয়েছেন ফেডারেল বিচারক।

স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের এ অনুরোধে অ্যামেরিকান ম্যাজিস্ট্রেট জাজ ব্রুস রেইনহার্ট এ আদেশে স্বাক্ষর করেন সোমবার।

ম্যাজিস্ট্রেট জাজ ব্রুস রেইনহার্ট অনুমোদিত বিধিনিষেধ অনুযায়ী, ‘অ্যামেরিকার সম্মতি বা আদালতের অনুমোদন ছাড়া মামলার কোন বিষয় বা প্রাপ্ত নথি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য জনসাধারণ বা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাছে প্রকাশ করা যাবে না।’

বিচারক ব্রুস রেইনহার্ট গত বছর ট্রাম্পের মালিকানাধীন রিসোর্ট মার-আ-লাগোতে এফবিআইয়ের করা অনুসন্ধানের পরোয়ানা অনুমোদন করেছিলেন।

তদন্তকারীরা যে গোপনীয় নথিগুলো পেয়েছেন তার ওপর ভিত্তি করেই মামলা পরিচালনা করছেন স্মিথ।

এই মাসের শুরুতে গোপনীয় নথির অপব্যবহার সংক্রান্ত ৩৭টি অভিযোগের মুখোমুখি হয়েছেন ট্রাম্প। এগুলোর মধ্যে রয়েছে গোপনীয় তথ্য সংরক্ষণ, ন্যায়বিচারে বাধা দেয়া ও মিথ্যা বিবৃতি দেয়া।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...