পেনসিলভেনিয়ায় বন্যায় ৩ প্রাণহানি

টিবিএন ডেস্ক

জুলাই ১৬ ২০২৩, ২০:০৯

নিখোঁজদের অনুসন্ধানে কাজ করছে বাকস কাউন্টি পুলিশ। ছবি: সংগৃহীত

নিখোঁজদের অনুসন্ধানে কাজ করছে বাকস কাউন্টি পুলিশ। ছবি: সংগৃহীত

  • 0

পেনসিলভেনিয়ার বাকস কাউন্টিতে বন্যায় চার জন মারা গেছেন। পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছেন এক পরিবারের চার সদস্য।

কর্মকর্তারা জানিয়েছেন, আপার মেকফিল্ড টাউনশিপের ওয়াশিংটন ক্রসিং এলাকায় দুই নারী ও এক পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

নিখোঁজ চার জন হলেন, এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তান। তাদের খুঁজতে কাজ করছে বাকস কাউন্টি পুলিশ।

বন্যায় শহরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। বেশ কিছু রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এছাড়া লোয়ার মেকফিল্ডেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার রিভার রোড ও টেলারসভল রোড তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

মেপলভেল ও হাইল্যান্ডের রোডগুলো কিছু সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন টাউনশিপ কর্মকর্তারা।

এছাড়া বন্যার কারণে বাকস কাউন্টির রিভার রোড, উইন্ডি বুস রোড, ওয়াশিংটন ক্রসিং রোড ও টেলারসভল রোড- এই চারটি স্টেইট হাইওয়ে বন্ধ করে দেয়া হয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...