মিযৌরিতে নিখোঁজ চিকিৎসকের মরদেহ মিললো আরকানসায়

টিবিএন ডেস্ক

মে ৩১ ২০২৩, ২২:৩৬

মিযৌরির প্রয়াত ইমার্জেন্সি রুম ডক্টর জন ফোরসিথ। ছবি: সংগৃহীত

মিযৌরির প্রয়াত ইমার্জেন্সি রুম ডক্টর জন ফোরসিথ। ছবি: সংগৃহীত

  • 0

এক সপ্তাহেরও বেশি সময় নিখোঁজ থাকা মিযৌরির ইমার্জেন্সি রুম ডক্টর জন ফোরসিথের মরদেহ নর্থওয়েস্ট আরকানসায় পাওয়া গেছে।

তার ভাই রিচার্ড ফোরসিথের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে এপি নিউজ

জন ফোরসিথ সবশেষ ২১ মে সকাল ৭টার দিকে তার বাগদত্তাকে টেক্সট মেসেজ পাঠান।

রিচার্ড বলেন, কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে ফোন করে তার পরিবারকে ফোরসিথের মরদেহ খুঁজে পাওয়ার ব্যাপারে জানায়।

পুলিশের তথ্য অনুযায়ী, মিযৌরির ওজার্কসের মার্সি হসপিটালে ৪৯ বছর বয়সী জন ফোরসিথকে ২১ মে অনুপস্থিত দেখালে তাকে নিয়ে একটি নিখোঁজ রিপোর্ট হয়।

ফোরসিথের ব্ল্যাক ইনফিনিটি কার ক্যাসভিলের একটি পার্কে খুঁজে পাওয়া যায়। গাড়ি থেকে তার মানিব্যাগ, দুটি ফোন ও একটি ল্যাপটপ এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

রিচার্ড ফোরসিথ মঙ্গলবার বলেন, ‘ব্যাপারটি দেখে মনে হচ্ছে না কেউ একজন কোনো পরিকল্পনা ছাড়া হুট করে চলে গেছে। এ ঘটনা নিয়ে আমি বিভ্রান্ত, চিন্তিত এবং আমার কাছে ব্যাপারটি মোটেও ভালো ঠেকছে না।’

এর আগে মিযৌরি স্টেইট হাইওয়ে টহলসহ বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা কুকুর ও ড্রোন ব্যবহার করে পার্কের চারপাশে অনুসন্ধান চালিয়েছিল। ফোরসিথের পরিবার তাকে খুঁজে পেতে খুলেছিল একটি ফেসবুক পেইজ। 


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...