হালকা মদ্যপানে কমে স্বাস্থ্যঝুঁকি

টিবিএন ডেস্ক

জুন ১৪ ২০২৩, ১৩:৫৮

হালকা মদ্যপানে মানসিক চাপ কমে বলে গবেষকদের দাবি। ছবি: সংগৃহীত

হালকা মদ্যপানে মানসিক চাপ কমে বলে গবেষকদের দাবি। ছবি: সংগৃহীত

  • 0

মদ্যপানে স্বাস্থ্যহানির কথা মোটামুটি আমাদের সবার জানা। তবে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকদের দাবি, হালকা মদ্যপানে ক্ষতি নয়, বরং উপকার হয় স্বাস্থ্যের ।

অ্যামেরিকান কলেজ অফ কার্ডিওলজি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিমিত মদ্যপানে মানসিক চাপ কমে। ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে আসে বলে মনে করছেন গবেষকেরা।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের কার্ডিওভাস্কুলার ইমেইজিং রিসার্চ সেন্টারের সহ-পরিচালক আহমেদ তাওয়াকুল বলেন, ‘হালকা মদ্যপানে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে। তবে এই কথার মাধ্যমে আমরা অ্যালকোহল ব্যবহারের পরামর্শ দিচ্ছি না। গবেষণায় আমরা বুঝতে চেয়েছিলাম হালকা মদ্যপান কীভাবে কার্ডিওভাস্কুলার রোগ কমায়।

‘আমাদের লক্ষ্য ছিল, প্রক্রিয়াটি খুঁজে পেলে অ্যালকোহলের নেতিবাচক দিকগুলো বাদ দিয়ে ইতিবাচক প্রভাবগুলোকে ব্যবহার করা যাবে।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি হালকা মদ্যপানকারীদের মস্তিষ্কের পরিবর্তনগুলো কার্ডিয়াক ইফেক্টগুলোর একটি অংশকে বাধা দেয়।’

এই গবেষণায় ৫০ হাজারেরও বেশি ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।

গবেষকেরা ৭৫৪ জনের মস্তিষ্কের ইমেইজিং বিশ্লেষণ করে দেখেছেন, যারা হালকা মদ্যপান করেন, তাদের মস্তিষ্কের যে অঞ্চল স্ট্রেস নিয়ে কাজ করে সেই অঞ্চলে মানসিক চাপের সংকেত কমিয়ে দেয়।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...