ওই নারী লটারি কর্মকর্তাদের জানান, মূলত আগের বিজয়ীর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই একই নাম্বারের লটারি টিকিট কেনেন তিনি।
মেরিল্যান্ডের লটারি কর্তৃপক্ষ জানায়, ওয়াশিংটন ডি.সি. থেকে প্রায় ১০ মাইল পূর্বের ফরেস্টভিলের বাসিন্দা ওই নারী পিক ফাইভ গেমে ৫০ হাজার ডলার জিতেছেন। তিনি ফেডারেল সরকারের কর্মী।
তার বিজয়ী চেক ২৩ জুন লটারি ড্রয়ের পর ‘গ্রেটফুল উইনার’ নামে হস্তান্তর করার পর থেকে তিনি নিজেকে ‘কৃতজ্ঞ বিজেতা’ হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ওই নারী বলেন, ‘মেরিল্যান্ডেরই অন্য এক বাসিন্দার লটারির গল্প পড়ে অনুপ্রেরণা পাই। তিনি বিভিন্ন লটারির ড্র লক্ষ্য করে পিক ফাইভ নাম্বারের কম্বিনেশনের লটারি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমিও তাকে অনুসরণ করেছি।’
লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ৫ জুন ২১ জুনের মধ্যে চারটি গেমের ড্র থেকে একটি প্যাটার্ন খুঁজে পান। যেখানে তিনি দেখতে পান ড্র তে প্রথম পিক পাঁচ ডিজিটের নাম্বার। এরপর তিনি একই পদ্ধতি অনুসরণ করেন।
বিজেতা নারী বলেন, পরিবারের বিভিন্ন বিল পরিশোধ করতে লটারি জেতা অর্থ খরচ করবেন তিনি।